বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

ঢাকার মঞ্চে আসছে নাট্যভাস্করের ‘অপ্রাকৃতিক প্রকৃতি’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৬০৩

যে নারী মাতৃত্বের স্বাদ পায়নি, সেই কেবল বোঝে এর অপূর্ণতা। তেমনই এক অস্পৃশ্য, অনাদৃত- অবহেলিত সন্তানহীন নারীর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘‘অপ্রাকৃতিক প্রকৃতি’’। যেখানে নারীকে মনুষ্যত্বের সম্মানে উন্মুক্ত করা হয়েছে অনবদ্য শিল্পালোয়ে। নাটকে প্রকাশ পেয়েছে সন্তানহীন নারীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব-সংঘাত প্রভৃতি।

মুভমেন্ট থিয়েটারের জনক ও নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী রচিত ‘‘অপ্রাকৃতিক প্রকৃতি’’ নাটকটি মঞ্চে এনেছে হবিগঞ্জের থিয়েটার সংগঠন দেশ নাট্যগোষ্ঠী। নাটকটি নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ।

গত জানুয়ারি মাসে মঞ্চে আসা এ নাটকটি হবিগঞ্জে তিনটি সফল প্রদর্শনী শেষে এবার আসছে ঢাকার মঞ্চে। আগামী ২৭ এপ্রিল প্রথমবারের মত নাটকটির প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- হারোন সাঁই, জনি রানি দাস, প্রসেনজিৎ দেবনাথ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, জোসেফ হাবিব, সিউল ইসলাম, মোখলিছুর রহমান ও মাখন মিয়া। নাটকে কীর্তনীয়ায় ফারুক দেওয়ান এবং নৃত্যে রয়েছেন মিঠুন, রোদ্র, নয়ন ও সন্দীপ।

নাটকটি প্রসঙ্গে ড. মুকিদ চৌধুরী বলেন, ‘মূল চরিত্র স্মৃতির জীবন সংসারের কাহিনি নিয়ে আবৃত হয়েছে ‘‘অপ্রাকৃতিক প্রকৃতি’’। সন্তান লাভের আশায় ভণ্ড সাধুর আশ্রমে যেতেও কুণ্ঠাবোধ করেনি সে। আবার মানব চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসার ত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। কিন্তু প্রকৃতি বিমুখ হলে শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয়।’

প্রসঙ্গত, এর আগে মঞ্চের আলোচিত নাটক ‘অশোকানন্দ’, ‘অচীন দ্বীপের উপাখ্যান’, ‘একটি আষাঢ়ে স্বপ্ন’, ‘কর্ণপুরাণ’, ‘তারকাঁটার ভাজে’, ‘রাজাবলি’, ‘গোমতীর উপাখ্যান’, ‘চম্পাবতী’ সহ মধ্যযুগের আখ্যান নির্মাণে বাঙালির নাট্যচিন্তার প্রসার ঘটেছে ড. মুকিদ চৌধুরীর অনন্য নাট্যসৃজনে। সেই ধারাবাহিকতায় এবার ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ নাটকটি মঞ্চে এনেছে দেশ নাট্যগোষ্ঠী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com