সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার কাকরাইলে রাজউক নকশা জাল জালিয়াতি করে গড়েছে বহুতল মজুমদার ভিলা সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০ সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ উদযাপিত হলো কুয়াকাটায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে
মোস্তাফিজের বিপক্ষে রাতে মাঠে নামবেন সাকিব

মোস্তাফিজের বিপক্ষে রাতে মাঠে নামবেন সাকিব

ভিশন বাংলা ডেস্কমঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় মুম্বাইয়ে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই মহাতারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব এবার খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজ খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে।

 এবারের আসরে দুই দলের প্রথম দেখায় সাকিবদের দলের কাছে ১ উইকেটে হেরেছিল মোস্তাফিজের দল মুম্বাই। এদিকে পরপর দুই ম্যাচে উইকেটশূন্য থেকে ‘ডাবল’ এর অপেক্ষা কেবলই বাড়িয়ে চলছেন সাকিব। এ ম্যাচে আরাধ্য একটি মাত্র উইকেট নিয়ে সে অপেক্ষাও নিশ্চয় ঘোচাতে চাইবেন তিনি।

আইপিএলের এ আসরে সাকিব-মোস্তাফিজ দুজনই নতুন দলের হয়ে খেলছেন। এর আগে সাকিব ৬ মৌসুম খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মোস্তাফিজ গত দুই আসরে খেলেছেন হায়দ্রাবাদের হয়ে। এবারের আসরটা মোস্তাফিজের দল মুম্বাইয়ের খুব একটা ভালো যাচ্ছে না। চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়েই মৌসুম শুরু করে তারা। ৫ ম্যাচে ১টি মাত্র জয় তদের। সেটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে। বাকি চার ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় দলটি। পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের অবস্থান শেষ দিক থেকে দ্বিতীয়। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৩ জয় ও ২ হার নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে হায়দ্রাবাদ।

দল হারলেও এই আইপিএলে ভালোই ধারাবাহিকতা দেখাচ্ছেন কাটার মাস্টার দ্য ফিজ। হায়দ্রাবাদের বিপক্ষে ২৪ রানে নিয়েছিলেন ৩ উইকেট। নিজের চতুর্থ ওভার ও ম্যাচের ১৯তম ওভারে ১ রানে ২ উইকেট নিয়ে মুম্বাইকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বিস্ময় বাঁহাতি পেসার। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে ১১ রান তুলে ম্যাচটি জিতে নিয়েছিল হায়দ্রাবাদ।

ওই ম্যাচে দল জিতলেও ব্যাটে-বলে কিছুটা অনুজ্জ্বলই ছিলেন সাকিব। বল হাতে ৩৪ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। আর রান করেছিলেন ১২। তবে টুর্নামেন্টে হায়দ্রাবাদের স্পিন আক্রমণের অন্যতম ভরসা তিনি। ব্যাটিংয়ে মিডল অর্ডারেও তার ওপরই আস্থা রাখছে দল। টি-টুয়েন্টি সংস্করণে এরই মধ্যে ৪ হাজার রান পূর্ণ করেছেন সাকিব। সেই সঙ্গে আর মাত্র ১ উইকেট পেলে এ সংস্করণে একই সঙ্গে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের বিরল ‘ডাবল’ অর্জন করবেন তিনি। এ রকম রেকর্ড আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। অন্যদিকে মুম্বাইয়ের বোলিং আক্রমণে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ফিজ। রোহিত শর্মার অন্যতম অস্ত্র এখন তিনি।

প্রথম ম্যাচে ঘরের মাঠে জিতেছিল হায়দ্রাবাদ। এবার খেলা মুম্বাইয়ে। ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে একই সঙ্গে প্রতিশোধ নিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চাইবে চ্যাম্পিয়ন মুম্বাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com