মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

ধোনি-রাইডুর ব্যাটে ২০৬ রান তাড়া করেও জিতল চেন্নাই

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

ভিশন বাংলা ডেস্কযেন অসম্ভবকে সম্ভব করলেন আম্বতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তারা করে ম্যাচ জিতল ধোনির চেন্নাই সুপার কিংস। রাইডু ৫৩ বলে করলেন ৮২ রান। ধোনি ৩৪ বলে অপরাজিত ৭০। ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন ৩৬ বছর বয়সেও অবিশ্বাস্য ব্যাটিং করে চলা ভারতের সাবেক অধিনায়ক। ৫ উইকেটে এদিন ম্যাচ জিতল চেন্নাই।

বেঙালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিং পায় স্বাগতিক দল। দুই প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান করে বেঙালুরু। জবাবে ৯ ওভারে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই। সেই ম্যাচ দুর্দান্তভাবে ২ বল হাতে রেখে শেষ করে দলটি।
রাইডু আর ধোনির পঞ্চম উইকেট জুটিই চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি করে। ১০১ রান আসে এই জুটিতে। তারপরও চেন্নাইয়ের পক্ষে বাজি ধরতে ভয় ছিল অনেকের। শেষ তিন ওভারে ৪৫ রানের সমীকরণ দাঁড়ায় দলটির। কোরি অ্যান্ডারসনের ১৮তম ওভারের দ্বিতীয় বলে একটা ছক্কা মারেন ধোনি। চতুর্থ বলে চার হাঁকালেন রাইডু। কিন্তু পরের বলেই রান আউটের শিকার হয়ে ফিরে গেলেন ৩২ বয়সী ব্যাটসম্যান। ৫৩ বলে ৮২ রান করতে ৮টি ছক্কা ও ৩টি চার হাঁকিয়েছেন তিনি। এরপর নাটকের শেষ দৃশ্যে ধোনির সঙ্গে যোগ দেন ব্রাভো।
গ্যালরি ভরা উত্তেজনা। টেলিভিশন ক্যামারা দর্শকদের নানা অভিব্যক্তিভরা মুখ ধারণ করছে ক্ষণে ক্ষণে। হতাশার চাদরে ঢেকে পড়া আনুশকা শর্মাও ধরা পড়ছিলেন বারবার। বিষন্ন স্ত্রীকে দেখে ক্রিকেট রোমান্টিকেরও মন খারাপ হলো তখন। অন্যদিকে মিসেস ধোনি যে ছিলেন উৎফুল্ল। স্বামীর ব্যাটিং যেন প্রাণ ভরে উপভোগ করলেন তিনি। আরেকবার দেখলেন তারুণ্যে ফিরে গিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করে আসছেন মিস্টার কুল।
১৯তম ওভারটা মোহাম্মদ সিরাজ করেলেন ভালো-মন্দের মিশেলে। চেন্নাইয়ের তখন ১২ বলে ৩০ রানের সমীকরণ। প্রথম চার বলে রান দিলেন মাত্র ৩টি। কিন্তু পঞ্চম বলে ধোনি হাঁকালেন ছক্কা। এরপর টানা তিনটি ওয়াইড দিয়ে যেন ডুবিয়ে দিলেন সিরাজ। শেষ বলে এলো ২ রান। তাতে শেষ ওভারে ১৬ রানের সমীকরণ দাঁড়ালো চেন্নাইয়ের। কোরি অ্যান্ডারসনের প্রথম বলে চার হাঁকালেন ব্রাভো। পরের বলে বিশাল ছক্কা। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন ধোনিকে। আর ধোনি ২০১১ বিশ্বকাপের ফাইনালের মতো ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন। ৩৭ বলের ইনিংসে ৭টি ছক্কাই হাঁকিয়েছেন ধোনি। চার মেরেছেন ১টি। ব্রাভো অপরাজিত ছিলেন ১৪ রানে।
দুই ইনিংস মিলে এ ম্যাচে ছক্কা হয়েছে ৩৩টি। বেঙালুরুর পক্ষে এ ম্যাচে সর্বোচ্চ ২ উইকেট চাহালের। এর আগে ডি কক ও ডি ভিলিয়ার্সের ব্যাটে বড় সংগ্রহ গড়ে চেন্নাই। দ্বিতীয় উইকেটে এই দুই স্বদেশি গড়েন ১০৩ রানের জুটি। তাতেই বড় স্কোরের ভিত গড়ে বেঙালুরু। ডি কক ৩৭ বলে ৪ ছক্কা ও ১ চারে ৫৩ রান সংগ্রহ করেন।
ডি ভিলিয়ার্স ৩০ বলে ৮ ছক্কা ও ২ চারে ৬৮ রান করেন। এছাড়া ৩২ রান এসেছে মানদিপ সিংয়ের ব্যাট থেকে। তবে শেষ ৭ বলে চার উইকেট হারিয়েছে বেঙালুরু। ফলে রানটা আরো বেশি হওয়ার সুযোগ থাকলেও তা হয়নি। চেন্নাইয়ের পক্ষে শার্দুল ঠাকুর, ইমরান তাহির ও ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই জয়ে পয়েন্ট টেবেলির শীর্ষে উঠে গেল চেন্নাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com