রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশ অবস্থান নেন।
গতকালও এই দাাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনরতদের সাত কলেজের সকল কার্যক্রম তাদের নিজস্ব ক্যাম্পাসে হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করে। শিক্ষার্থীদের দাবি সাত কলেজ আগে যেমন ছিলো তেমনভাবে ফিরে যেতে হবে।
ক্লাস বর্জনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. আখতারুজ্জামান বলেন, তাদের আমি বলেছি যে সাত কলেজের সকল কার্যক্রম তাদের স্ব-স্ব কলেজে অনুষ্ঠিত হবে। এখন যদি তারা সেটা না বুঝে তাহলে কি করা?
শিক্ষার্থীরা বিক্ষোভে নানা ধরনের প্লাকার্ড বহন করেন যাতে লেখা ছিলো- বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত; দাবি মোদের একটাই, ঢাবির কোন শাখা নাই; এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি; রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান ইত্যাদি।