আন্তর্জাতিক ডেস্ক:যৌন ও আর্থিক কেলেঙ্কারির মধ্যে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করেছে সুইডিশ একাডেমি, যারা প্রতিবছর সম্মানজনক এ পুরস্কার দিয়ে থাকে। আজ শুক্রবার সকালে সুইডিশ একাডেমির পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির ১০ সদস্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারটি স্থগিত ছিল।
যৌন ও আর্থিক কেলেঙ্কারির ইস্যুতে সুইডিশ একাডেমির ছয়জন সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। যাদের মধ্যে রয়েছে সংস্থার প্রধান সারা ডেনিউস।
এদিকে গত নভেম্বরে ‘মি টু’ ক্যাম্পেনের সময় সুইডিশ একাডেমির ১৮জন নারীকর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন সংস্থারই এক কর্তার বিরুদ্ধে। ১৯৯৬ থেকে ২০১৭ পর্যন্ত আর্নল্ট নামে ওই কর্তা বিভিন্ন সময়ে বহু নারীকর্মীকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ওই ১৮জনের মধ্যে দু’জন— গ্যাব্রিয়েলা হাকানসন এবং এলিজে কার্লসন সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন। পরের দিনই সংস্থার প্রধান সারা জানান, আর্নল্টের সঙ্গে সমস্তরকমের সম্পর্ক ছিন্ন করেছে সুইডিশ অ্যাকাডেমি।