রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
ভিশন বাংলা নিউজ: রাজধানীর বাড্ডায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সাফায়েত তামরিন (৩০)।
আজ বৃহস্পতিবার ভোরে আফতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম বলেন, ভোর ৪টার দিকে আফতাবনগরে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে সাফায়েত গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় আবদুর রাজ্জাক ওরফে বাবু (৩০) নামের এক ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ৩ দুর্বৃত্ত। এর পর মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় একপর্যায়ে পড়ে যায় তারা। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে মধ্য বাড্ডার একটি ভবনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এর পর পুলিশ তাদের ঘিরে ফেলে ও ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। ধরা পড়ার পর প্রাথমিকভাবে তারা জানায়, তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল।