আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ডিইপিজেড এলাকার শ্রমিকবাহি বাস চাপায় মাহামুদুল হক লিটন (৪০) নামের একজন নিহত হয়েছে। এঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার রাত ৮টার দিকে আশুলিয়ায় ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার নতুন শাখায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় বাসের চালককে আটক করে পুলিশের সোর্পদ করেছে স্থানীয়রা।
নিহত মাহামুদুল হক লিটন খুলনা জেলার দিঘলিয়া থানার চন্দনীমহল গ্রামের মৃত আফসার আলীর ছেলে। সে ডিইপিজেড এর বেঙ্গল উইন্ডোসর থার্মো-প্লাস্টিক কারখানায় চাকরী করতেন।
আটক বাস চালক কিশোরগঞ্জ জেলার করীমগঞ্জ থানার নয়কান্দি গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে বিল্লার হোসেন( ২০)।
নিহতের স্ত্রী আমেনা খাতুন জানান, শনিবার কারখানা ছুটি হওয়ার পর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এসময় ডিইপিজেডের নতুন জোনের প্রধান ফটকে এসে পৌছলে রিং শাহীন ফ্যাশনের একটি শ্রমিকবাহী বাস (ঢাকা মেট্রো ব-২২১২) তাকে চাপে দেয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গণ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক( এসআই) শাহিনূর ইসলাম জানান, ডিইপিজেডের নতুন জোনে বেপরোয়া বাস চাপায় ওই জোনের একটি কারখানার শ্রমিক মারা যায়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া বিক্ষুদ্ধ শ্রমিকরা বাস চালকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
এঘটনায় আশুলিয়া থানায় নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে ঘাতক বাস চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।