শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিল্প-সাহিত্য ডেস্ক: বাংলা একাডেমি প্রবর্তিত চলতি বছরের রবীন্দ্র পুরস্কার ঘোষণা করা হয়েছে আজ। রবীন্দ্র গবেষনায় আবুল মোমেন এবং রবীন্দ্র সংগীত চর্চার জন্য শিল্পী ফাহিমা হোসেন চৌধুরী এই পুরস্কার পেয়েছেন।
বাংলা একাডেমির পক্ষ থেকে আজ এই ঘোষণা দেয়া হয়। আজ বিকেলে একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই পুরস্কার প্রদান করা হবে।
একাডেমি থেকে জানান হয়, রবীন্দ্র সাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ আবুল মোমেন এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতি স্বরূপ শিল্পী ফাহিম হোসেন চৌধুরীকে বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইতোপূর্বে এ পুরস্কারে ভূষিত হয়েছেন, শিল্পী কলিম শরাফী এবং অধ্যাপক ড. সন্জীদা খাতুন (২০১০) ,আহমদ রফিক এবং শিল্পী অজিত রায় (২০১১), অধ্যাপক আনিসুর রহমান, শিল্পী ফাহমিদা খাতুন এবং শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান (২০১২), অধ্যাপক ড. করুণাময় গোস্বামী এবং শিল্পী পাপিয়া সারোয়ার (২০১৩) , মনজুরে মওলা এবং শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৪) , অধ্যাপক সনৎকুমার সাহা এবং সাদী মহম্মদ (২০১৫), সৈয়দ আকরম হোসেন এবং শিল্পী তপন মাহমুদ (২০১৬) অধ্যাপক হায়াৎ মামুদ এবং মিতা হক (২০১৭)।