মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

নীলফামারীর ডিমলায় আশ্রায়ণ প্রকল্পে অগ্নকিান্ড: ৫টি পরিবারের সবকছিু আগুনে ভষ্মভিূত

নীলফামারীর ডিমলায় আশ্রায়ণ প্রকল্পে অগ্নকিান্ড: ৫টি পরিবারের সবকছিু আগুনে ভষ্মভিূত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় গত শনবিার বিকাল ৫ ঘটিকার দিকে অগ্নকিান্ডে আশ্রয়ন প্রকল্পরে বসতভিটা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি ৪নং ব্যারাকে শনিবার বিকাল ৫টায় দিকে এই অগ্নিকান্ডেরে ঘটনা ঘটে। প্রচন্ড আগুনের লেলিহান শিখায় সেখানকার ১০টি ঘরের আসবাবপত্র সবকিছু পুড়ে যায়। ঢাকা ও ডিমলা থকেে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রনে আনে। সেখানে বসবাসরত ৫টি পরিবারের ৬ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে যায় বলে দাবী করেছে  পরিবারগুলো। ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ব্যাক্তিগত উদ্দ্যগে রাতে রান্না করা খাবার দেয়ার পাশাপাশি রোববার দুপুরে হাড়ি পাতলি ও নগদ ৫ হাজার টাকাসহ রান্নার সকল পন্য ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী ফেরদৌস আলম এর মাধ্যমে রাতে ক্ষতগ্রিস্থদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com