শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

ভিশন বাংলা ডেস্কচারদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতামাতি। সপ্তাহ দুয়েকের মতো বাকি। ফুটবল নিয়ে মাতামাতি তো হওয়ারই কথা! এরই মধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গেল আরেকটি বিশ্বকাপের, সেটা ক্রিকেট বিশ্বকাপ। ২০১৯ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি মাঠে গড়াবে আজ থেকে কাঁটায় কাঁটায় এক বছর পর।

লন্ডনের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটি শুরু হতে ঠিক একটি বছর বাকি।

২০১৯ বিশ্বকাপ হবে ১৯৯২ সালের ফরমেটে। শীর্ষ দশ দল প্রত্যেকেই রাউন্ড রবিন লিগে মুখোমুখি হবে একে অপরের। সেখান থেকে শেষ চার, তারপর ফাইনাল।

বিশ্বকাপের এই মাইলস্টোন এবং কাউন্টডাউন শুরু করতে লন্ডন ভিত্তিক আর্টিস্ট সালেব ফেমি ক্রিকেট বিশ্বকাপের একটি ঘোষণাপত্র লিখেছেন। যাতে সংশ্লিষ্টতা থাকবে ইংল্যান্ডসহ বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের। এছাড়া আইকনিক ব্রিক লেনে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে মিলিত হবেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান, আইসিসি হল অব ফেমের সদস্য কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা, ওয়াকার ইউনিসের মতো তারকারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com