মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ডেস্ক নিউজ: এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । আজ সোমবার বিকেলে এই ঘোষণা দেয় বিসিবি।
এদিকে এশিয়া কাপের শিরোপা জিতে কুয়ালালামপুর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে যখন দেখা মিলল সালমা-রুমানাদের, হাতে সোনালি রংয়ের ট্রফি। সবার মুখে তখন গর্বের চওড়া হাসি।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এশিয়ার সেরা দলটিকে নিয়ে ইউএস-বাংলা এয়ালাইনসের বিএস-৩১৬ ফ্লাইট ঢাকা পৌঁছায়। ৫টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও ৩০ মিনিট বিলম্ব হয় রুমানাদের ফেরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিম টাইগ্রেসরা সরাসরি যোগ দেন সোনারগাঁও হোটেলে বিসিবি আয়োজিত ইফতারে। যেখানে সালমা-রুমানাদের সংবর্ধনা জানায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্য কর্মকর্তারা।