মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

নিষেধাজ্ঞার ঝুঁকিতে সময়ের তিন সেরা ফুটবলার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুন, ২০১৮

ডেস্ক নিউজ : সময়ের তিন সেরা ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। রাশিয়া বিশ্বকাপে নিজ নিজ দলের ভরসার প্রতীক তারা। আর্জেন্টিনা, পর্তুগাল ও ব্রাজিলকে নকআউট পর্বে নিয়ে গেছেন এই তিন মহাতারকা। কিন্তু প্রত্যেকেই রয়েছেন ম্যাচ নিষেধাজ্ঞার মতো ঝুঁকিতে। তাদের দল শেষ ষোলোর রাউন্ডের বাধা পেরুতে সক্ষম হলেও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন তারা। গ্রুপ পর্বের খেলায় মেসি, রোনালদো ও নেইমার একটি করে হলুদ কার্ড দেখাতেই এমন শঙ্কা।

ফিফা’র নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচে নিষিদ্ধ হবেন। আর কোয়ার্টার ফাইনালে খেলোয়াড়দের হলুদ কার্ড ওঠে যাবে। কিন্তু দুইটি হলুদ কার্ড নিয়ে শেষ আটে গেলে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হবে। এবার দ্বিতীয় রাউন্ডে জয় পেলে কোয়ার্টার ফাইনালে মেসি-রোনালদো দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব। কিন্তু হলুদ কার্ডের নিষেধাজ্ঞা দুইজনের জন্যই হুমকি হয়ে দাঁড়ালো। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। উরুগুয়েকে মোকাবিলা করবে রোনালদোর পর্তুগাল। নেইমারের ব্রাজিলের সামনে মেক্সিকো। দুই হলুদ কার্ডের কারণে সেলেসাওদের বিপক্ষে খেলা হচ্ছে না মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরেনোর। মেক্সিকোকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে হলুদ কার্ড এড়াতে পারলেই শেষ আটে মাঠে নামার সুযোগ পাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখে ব্রাজিল।

আর্জেন্টিনা ও পর্তুগাল দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ-পর্ব শেষ করে। কোস্টারিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে বল আছড়ে ফেলে হলুদ কার্ড দেখেন নেইমার। ম্যাচটিতে ইনজুরি সময়ে ফিলিপ্পে কুটিনহো ও নেইমারের গোলে ২-০ ব্যবধানের জয় পায় ব্রাজিল। ইরানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচ ১-১ গোলে ড্র করে নকআউট পর্বের টিকিট কাটে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। ইরানের ডিফেন্ডারের মুখে হাত দিয়ে ঢুঁস মারেন রোনালদো। ব্যাপারটি প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায়। ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) রিপ্লেতে তা ধরা পড়লে হলুদ কার্ড দেখেন রোনালদো। বেঁচে যান লাল কার্ডের হাত থেকে। আর মেসি হলুদ কার্ড দেখেন সময় নষ্ট করে। নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ইনজুরি সময়ের শেষ মিনিটে মেসির দিকে হলুদ কার্ড উঁচিয়ে ধরেন তুরস্কের রেফারি কুনিত সাকির। মেসির গোলে লিড নেয়ার পর পেনাল্টি থেকে সমতা আনে নাইজেরিয়া। ৮৬ মিনিটে জয়সূচক গোলে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে মাতান ডিফেন্ডার মার্কোস রোহো। গ্রুপপর্বে বিদায়ের শঙ্কা এড়ায় গতবারের রানার্সআপরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com