মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয়ের নতুন ইতিহাস বাঘিনীদের

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয়ের নতুন ইতিহাস বাঘিনীদের

ডেস্ক নিউজ : আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে জাহানারা আলমের রেকর্ড গড়া বোলিং তোপে ৪ উইকেটে জিতেছিল টিম টাইগ্রেস। আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়ন্টিও ৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল সালমা খাতুনের দল। আইরিশ মেয়েদের দেওয়া ১২৫ রানের টার্গেটে ৫ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ফারজানারা।

ব্যাট হাতে ৪৯ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইকেটকিপার কাম ওপেনার শামীমা সুলতানা। ৩৪ বলে ৩৬ রানের আরেকটি কার্যকরী ইনিংস উপহার দেন ওয়ান ডাউনে নামা ফারজানা হক।

মূলতঃ শামীমা-ফারজানার জুটিই জয়ের ভিত গড়ে দেয় টাইগ্রেসদের। ফারজানার বিদায়ের পর দ্রুত তিনটি উইকেট হারালেও তাই ভেঙে পড়েনি সফরকারীরা। মিডল অর্ডারে সানজিদা ইসলাম ৯ বলে ১১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ডাবলিনে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুলাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com