সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য নেইমারের উপর নির্ভর করছে বলে মনে করেন দলটির হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী অ্যাটাকিং মিডফিল্ডার রিভালদো। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। তবে রিভালদোর মতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দলের সাফল্য নির্ভর করবে নেইমারের উপর। নক-আউটে জ্বলে উঠতেই হবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।
তিনি বলেন, ‘সব ম্যাচেই নেইমারের দিকে চেয়ে থাকে ব্রাজিল। এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি সে। তবে সামনে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে ব্রাজিলের সাফল্য নেইমারের ওপড়ই নির্ভর করবে।’
গ্রুপ পর্বে ২ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আগামীকাল সামারাতে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচের আগে ব্রাজিল দল নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন দেশের হয়ে ৭৪ ম্যাচে ৩৫ গোল করা রিভালদো।
তিনি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ফেবারিট ব্রাজিলই। তবে আমরা সেই ব্রাজিলকে দেখতে পাচ্ছি না। যে দলকে সমর্থকরা দেখতে চায়। তবে দল হিসেবে উন্নতি করছে ব্রাজিল। আমি আশা করছি নক আউট পর্বে অন্য ব্রাজিলকে দেখতে পাব।’
ব্রাজিলের সাফল্য নির্ভর করছে নেইমারের উপর। বিশ্বকাপ শুরুর আগ থেকেই এমন ধারনা চলে আসছিল। তবে চলতি বিশ্বকাপে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার। ৩ ম্যাচে মাত্র ১ গোল করেছেন তিনি। কুতিনহো ও পাওলিনহোর পারফরমেন্সেই শেষ ষোলোতে উঠেছে ব্রাজিল। কিন্তু নক আউট ম্যাচে নেইমারকে জ্বলে উঠতে হবে বলে মনে করেন রিভালদো।
তিনি বলেন, ‘কুতিনহো প্রথম দু’টি ম্যাচে সেরা খেলোয়াড় ছিল। পলিনহো তৃতীয় ম্যাচে দারুণ একটি গোল করেছে। এই দুজনই ব্রাজিলকে সাফল্য এনে দিয়েছে। তবে সবসময় তারা পারবে না। এজন্য নক-আউটে জ্বলে উঠতে হবে নেইমারকে। কারণ ব্রাজিলের সাফল্য তার উপর নির্ভর করছে।’
কোচ তিতের প্রশংসাও করেছেন রিভালদো। তিনি বলেন, ‘তিতে দারুণভাবে দলকে গুছিয়ে নিয়েছে। তার পরিকল্পনাগুলো দেখে ভালো লাগছে। দেখা যাচ্ছে, তিতে যেভাবে শুরুতে একাদশ তৈরি করেছে বা পরিবর্তন যেভাবে করছে তাতেই সফল হচ্ছে। এতেই বোঝা যায়, দলকে ভালোভাবেই তৈরি করেছে সে। তাই দল এবং কোচ দারুণ আত্মবিশ্বাসী।’