সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: এমন কোনো মারাত্মক ফাউল নেইমারকে করা হয়নি, যে তাকে এত অভিনয় করতে হবে’ চলতি ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে গতকাল ব্রাজিলের কাছে হারের পর এমন মন্তব্য করলেন মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও। প্রতিপক্ষের কোচের এমন মন্তব্য শুনে চটেছেন নেইমার। ব্রাজিল সুপারস্টারের মতে, এসব আজেবাজে কথা বলে রাশিয়া বিশ্বকাপে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত চলছে!
তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বকাপে আমার ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত হচ্ছে। কিছু কিছু মানুষ আমার ভালো কাজগুলো মেনে নিতে পারছে না।’
শুধুমাত্র ওসোরিওই নন, কোস্টারিকা ও সার্বিয়ার কোচও নেইমারের সমালোচনা করেছিলেন। তারা বলেছিলেন, ‘অভিনয় মাঠের বাইরে মানায়, মাঠে নয়।’
ব্রাজিলের অধিনায়ক বলেন, ‘তাদের কাজ সমালোচনা করা। এই সব সমালোচনাকে পাত্তা দিচ্ছি না। কারণ এগুলো নিয়ে ভাবলে একজন খেলোয়াড়ের খেলায় প্রভাব পড়ে। শেষ দুটো ম্যাচের পরে আমি কথা বলিনি কারণ, অনেকে মিলে আমাকে নিয়ে বড্ড বেশি কথা বলছিল ও উত্তেজিত হচ্ছিল। জানি না, এসবই তাদের আসল কাজ কি-না। রাশিয়ায় এসেছি দলের হয়ে ম্যাচ জিততে, অন্য কিছু করতে নয়।’
বারবার আহত হওয়ার ‘অভিনয়’ করছেন নেইমার, ম্যাচ শেষেই প্রতিপক্ষের কোচরা এমন অভিযোগ আনছেন। এমন অভিযোগে নেইমারের পাশে দাড়ালের ব্রাজিলের কোচ তিতে। তিনি বলেন, ‘নেইমারকে ফাউল করার ভিডিও দেখুন। দেখার পর আপনাদের কিছুই বলার থাকবে না।’
ওসোরিওকে এক হাত নিলেও, মেক্সিকোর খেলার প্রশংসা করেছেন নেইমার। তিনি বলেন, ‘কঠিন একটা ম্যাচ খেললাম আমরা । ভালো করেই জানতাম বিপক্ষ সর্ম্পকে। তারা ভালো খেলার সামর্থ্য রাখে। সত্যিই মেক্সিকো ভালো খেলেছে।’
মেক্সিকোর বিপক্ষে খেলার ৫১ মিনিটে উইলিয়ানের ক্রসে পা লাগিয়ে ম্যাচে প্রথম গোল করেন নেইমার। মেক্সিকোর জালের ব্রাজিলের দ্বিতীয় গোলে বড় অবদান ছিলো নেইমারের। ৮৮ মিনিটে মধ্যমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় মেক্সিকোর বক্সে ঢুকে পড়েন নেইমার। এরপর বল ডান-দিকে পাস দেন। সেখানে রবার্তো ফিরমিনো সহজেই গোল আদায় করে নেন। সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও, নিজেদের খেলায় আরও উন্নতি চান নেইমার।