সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: নানা অঘটনের জন্ম দিয়ে এগিয়ে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। এরইমধ্যে রাশিয়া বিশ্বকাপ পার করেছে দ্বিতীয় রাউন্ড। সেখানে হয়েছে আট ফেবারিটদের পতন। এবার বাকী আট দলকে নিয়ে সেমিফাইনালে উঠার লড়াই। অবশ্য এখন দু’দিন বিরতি। শুক্রবার থেকে আবারো শুরু বিশ্বকাপের উত্তেজনা। এখানেও সেই একই নকআউটের হিসাব নিকাশ। জিতলে সেমিফাইনাল। হারলেই ধরতে হবে দেশের বিমান।
মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ড। টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এবারই প্রথম টাইব্রেকারে জিতে শেষ আটে উঠল ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ফরাসিরা হারিয়েছে আর্জেন্টিনাকে। দুর্দান্ত ফর্মে আছেন দলের ফুটবলাররা। ১৯৯৮ সালের পর আবারো ট্রফিতে চোখ দলটির তরুন আর অভিজ্ঞ খেলোয়াড়দের। একই দিনে রাত ১২টায় পরের ম্যাচে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ বেলজিয়াম। নেইমারের দল এখন সেই পুরনো সাম্বার ছন্দ খুঁজে পেয়েছে। মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত খেলে তুলে নিয়েছে জয়। এখন ৬ষ্ঠ শিরোপায় চোখ তাদের। অবশ্য কম যাচ্ছেনা বেলজিয়ামও। এবার দুরন্ত ফুটবল উপহার দিচ্ছে ইউরোপের এই দেশটি।
৭ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে সুইডেন লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশ ফুটবলার হ্যারি কেইন এরইমধ্যে ৬ গোল করে গোল্ডেন বুট জয়ে পথে আরো এগিয়ে গেলেন। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি। অন্য ম্যাচে আগামী শনিবার রাত ১২টায় স্বাগতিক রাশিয়ার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। স্বাগতিক দেশের ভক্তরা এই ম্যাচকে ঘিরেও আশায় বুঁক বাঁধছেন।
কোয়ার্টার ফাইনালের সূচি
৬ জুলাই, রাত ৮টা, ফ্রান্স-উরুগুয়ে
৬ জুলাই, রাত ১২টা, ব্রাজিল-বেলজিয়াম
৭ জুলাই, রাত ৮টা, সুইডেন-ইংল্যান্ড
৭ জুলাই, রাত ১২টা, রাশিয়া-ক্রোয়েশিয়া