ডেস্ক নিউজ: মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার ‘গণমাধ্যমের স্বাধীনতা হরণে’ মস্কোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের দুই সপ্তাহেরও কম সময় পূর্বে এই নিন্দা জানানো হলো।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’
বিদেশি গণমাধ্যমের শাখা দফতর বিষয়ে রাশিয়ার আইনের আওতায় মস্কো সুনির্দিষ্ট কিছু গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতায় চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও ভয়েজ অব আমেরিকা।
গত বছর রাশিয়া সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আরটি’র ওয়াশিংটনের চাপের মুখে পড়া এবং একটি বিদেশি সংস্থা হিসেবে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হওয়ায় পর এ আইন পাস করা হয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকের মাত্র ১০ দিন আগে রাশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার সমালোচনা করলো মার্কিন পররাষ্ট্র দপ্তর।-এএফপি।