বুধবার, ০৯ Jul ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

হারার পর যা বললেন নেইমার

হারার পর যা বললেন নেইমার

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের আত্মঘাতী গোল ও ডি ব্রুইনের নৈপুণ্যে ব্রাজিলকে ০২-০১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম। সেই ম্যাচে চলে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের খেলা। এদিন ৭ মিনিটে প্রথম গোল পেয়েই গিয়েছিল ব্রাজিল। কর্নার থেকে থিয়াগো সিলভা দুই গজ দূর থেকেও পারেননি জালে জড়াতে। বল ফিরে এসেছে বারে লেগে। পরে সেটি ধরে ফেলেছেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। ১০ মিনিটে আবার সুযোগ পাওলিনহোর, এবারও কর্নার থেকে। কিন্তু বলে ঠিকমতো পা লাগাতেই পারেননি।

১৪ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। ফেলাইনির শট মিরান্ডার পায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় বেলজিয়াম। ক্লিয়ার করতে গিয়ে নিজেই জালে ঢুকিয়ে দেন ফার্নান্দিনহো। বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আত্মঘাতী গোল হজম করল ব্রাজিল। ব্রাজিল ব্যবধান কমায় ৭৬ মিনিটে। ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করেন বদলি রেনাতো আউগুস্তো।

খেলা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেইমার বলেছেন, দুদলের মধ্যে বেলজিয়াম গোলরক্ষক থিবি কোর্তোয়া একাই পার্থক্য গড়ে দিয়েছেন। যোগ্যতম দল হিসাবেই জিতেছে বেলজিয়াম। অভিনন্দন তাদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com