বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

দুই প্রেসিডেন্টকে দেখে মনে হয়েছে বিশ্বকাপটা যেন উভয় দলই জিতেছে!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৫২১

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফুটবলারদের অনুপ্রেরণা জোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন দুই দেশের দুই প্রেসিডেন্ট। খেলায় শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে পরাজিত করে ২ : ৪ গোলে ফ্রান্স বিজয়ী হয়। তবে এতে ম্লান হননি কেউই। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ও ফ্রান্সের প্রেসিডেন্টের রসায়নও অনেকে বেশ উপভোগ করেছেন। দুই প্রেসিডেন্ট খুঁনসুটি নজর কেড়েছে সবার।   দর্শকরা বলছেন, তাদের দেখে মনে হয়েছে বিশ্বকাপটা যেন দুই দলই জিতেছে!

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উভয় প্রেসিডেন্টের উচ্ছ্বাস প্রমাণ করে দিয়েছে খেলাকে তারা খেলোয়াড়সুলভ দৃষ্টিতেই দেখেন। জয়-পরাজয় যা-ই হোক না কেন।

ক্রোয়েশিয়ার পরাজয়ে স্বভাবতই সে দেশের সবার মন খারাপ। কিন্তু দলের জয়োল্লাসে মেতে উঠা ফরাসি প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে ভোলেননি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট।

বিজয়ী-পরাজিত সবাইকেই আলিঙ্গনে বেঁধেছেন, হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেছেন উভয় প্রেসিডেন্ট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com