মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

প্রযুক্তির বিপ্লব: বিশ্বকাপ ফাইনালে নতুন ইতিহাস

প্রযুক্তির বিপ্লব: বিশ্বকাপ ফাইনালে নতুন ইতিহাস

ডেস্ক নিউজ: রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ আসলে রেকর্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এটা টুর্নামেন্ট শুরুর পরপরই বোঝা গিয়েছিল। শেষ অবধি যে এতগুলি ভিন্ন ধরনের রেকর্ড হবে তা কেউ ভাবেননি।

ফাইনালেই যেমন ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে নতুন রেকর্ড হয়ে রইল। ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-র মাধ্যমে ফাইনালেও পেনাল্টির সিদ্ধান্ত নিলেন রেফারি। ফাইনালে রেফারি ছিলেন আর্জেন্তিনার নেস্তর পিতানা।

ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ইভান পেরিসিচের হাতে বল লাগে ক্রোয়েশিয়া বক্সে। হাতে বল ইচ্ছাকৃত লেগেছে না অনিচ্ছাকৃত তা নিয়ে অনেক বিতর্ক চলেছে তবে ঘটনা হল, সেই ঘটনায় রেফারি পিতানা পেনাল্টি দেন।

সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে দেন আন্তোনিয় গ্রিজম্যান। ফলে ক্রোয়েশিয়া প্রথম দুটি গোল খায় নিজেদের ভুলেই। প্রথমে ১৮ মিনিটে মারিও মান্ডজুকিচ আত্মঘাতী গোল করেন।

তারপরে ৩৮ মিনিটে পেরিসিচের হাতে বল লেগে পেনাল্টি হয়। ৩৭ মিনিটে ফ্রান্স কর্ণার পেয়েছিল। সেই কর্ণারে শট নেন গ্রিজম্যান। বল ক্লিয়ার করতে গিয়েই তা পেরিসিচের হাতে লাগে। পেনাল্টি হয়। রেফারি পিতানা প্রথমে গোল কিকের নির্দেশ দেন।

তবে তাঁকে জানানো হয়, ভিএআর দেখার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। তখন পিতানা বাইরে বেরিয়ে ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টে পেনাল্টি দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com