রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
তাদের হাত ধরেই দর্শকরা পেয়েছে অনেকগুলো ব্যবসায়িক সফল সিনেমা।
এমনিতেই তারকাদের ব্যাক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সেখানে জনপ্রিয় এ জুটির ব্যাক্তিজীবনের নানা ঘটনা এখন সবার জানা।
গোপনে ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস (অপু ইসলাম খান) শাকিব খানের সংসারে এসেছিলেন তা আজ ভাঙনের মুখে। আনুষ্ঠানিক তালাকের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রথম শুনানিতে শাকিব খান বা তার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও তার ওপর চাপ অব্যাহত রেখেছেন অপু বিশ্বাস।
মূলত সন্তান আব্রাহাম খান জয়ের দোহায় দিয়ে তিনি এখন যেকোনো মূল্যে সংসার টিকাতে চান। শাকিবের স্ত্রী হিসাবেই বাকি জীবনটা পার করতে চান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রভাবশালী মহলকে দিয়ে শাকিব খানের ওপর চাপ সৃষ্টি করছেন অপু বিশ্বাস। অস্ট্রেলিয়া থাকায় তার সঙ্গে ফোনে আলাপ সেরেছে মহলটি।
প্রভাবশালী মহলের পক্ষ থেকে বলা হয়েছে, অপুকে কোনোভাবেই তালাক দেয়া না হয়। বিষয়টি সমঝোতা করে নিতে বলা হয়েছে। নয়তো ভবিষ্যতে বাংলা সিনেমায় কাজ করতে দেয়া হবে না।
তবে এ বিষয়ে শাকিব খানের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অপু বিশ্বাসকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার ব্যক্তিগত (বাংলালিংক) নম্বরে ফোন করা হলে তিনি ধরেননি। এমনকি ক্ষুদে বার্তা এ প্রতিবেদক তার নিজের পরিচয় উল্লেখ করে পাঠালেও তার জবাব দেননি তিনি।