শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
পাকিস্তানে অর্থ সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানে অর্থ সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: জঙ্গি দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার জেরে পাকিস্তানের জন্য নির্ধারিত ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা তহবিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।‘বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা নেওয়ার পরও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঁওতাবাজি করছে’- এর আগে এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি সহায়তা বন্ধের ঘোষণা এলো।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোনে ফকনারের বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ অর্থ অন্য কোনো ‘জরুরি অগ্রাধিকার’ খাতে ব্যয় করবে।বড় রকমের এ স্থগিতাদেশ কার্যকর করতে কংগ্রেসের (সংসদ) অনুমোদন লাগবে।যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র পাকিস্তান নিজ ভূখণ্ডে হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর তৎপরতা ঠেকাতে ব্যর্থ বলে দেশটির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।

গতকাল শনিবার এক বিবৃতিতে ফকনার বলেন, ‘সব ধরনের জঙ্গিগোষ্ঠী দমনে পাকিস্তানকে কঠোর হওয়ার ব্যাপারে আমরা চাপ প্রয়োগ করতে চাই।’পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও সাক্ষাৎ করার একদিন আগে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা এলো।এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের ব্যাপারে প্রায় সব ধরনের নিরাপত্তা সহায়তা তহবিল বাতিল করা হবে বলে ঘোষণা দেয়।বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রসহ আরও অনেকেই অভিযোগ করে আসছে, জঙ্গিগোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পাকিস্তান নিজেকে ব্যবহৃত হতে দিচ্ছে। আফগানিস্তান সীমান্তে নানা রকম হামলাকেও মদদ দিচ্ছে। যদিও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে।এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র জানায়, ত্রুটিপূর্ণ হওয়ায় জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী সংস্থা তহবিলে তারা আর অর্থ সহায়তা দেবে না।জাতিসংঘের ত্রাণ ও কাজবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-কে ‘অবিশ্বাস্যরকমের ত্রুটিপূর্ণ’ প্রতিষ্ঠান হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা।
খবর বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com