বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ভারতের শীর্ষস্থানীয় সিনেমা কোম্পানি পিভিআর’এর ৭’শটি সিনেমা হল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতা ও পুঁজি এখন প্রতিষ্ঠানটি সৌদি আরব ও আমিরাতে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। আমিরাতের আল-ফুত্তাইমের সঙ্গে যৌথ বিনিয়োগে যাচ্ছে পিভিআর। সৌদ আরবে মার্কিন সিনেমা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগে পাল্লা দিয়েই লড়বে পিভিআর। আরব বিজনেসকে এক টেলিফোন সাক্ষাতকারে পিভিআর লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার নীতিন সুদ বলেন, মধ্যপ্রাচ্য ছাড়াও তার প্রতিষ্ঠান শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামী অর্থবছরে ৯টি সিনে মাল্টিপ্লেক্স স্ক্রিন চালু করতে যাচ্ছে। এছাড়া ২০২০ সাল নাগাদ ভারতে পিভিআর’এর সিনেমা স্ক্রিন ৭’শ থেকে ১ হাজারে বৃদ্ধি পাবে।
৩৫ বছর পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চলমান সংস্কারের অংশ হিসেবে সিনেমা চালুর সুযোগ দেয়ার পর পশ্চিমা ছাড়াও চীন দেশটিতে সিনেমা খাতে বিনিয়োগ করছে। সৌদি আরবের সিনেমা খাতে আমিরাতের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।