সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। গত পাঁচ বছরে বিদেশের মাটিতে টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটিং গড় ৫০। টেস্টে বিদেশের মাটিতে বাংলাদেশ দল যেখানে সংগ্রাম করে সেখানে মুশফিকুর রহিম ব্যক্তিগতভাবে ভালো খেলেন কীভাবে? এমন প্রশ্নের জবাবে মুশফিকুর রহিম বলেছেন, বিদেশের মাটিতে রান করাকে তিনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন।
বুধবার মুশফিকুর রহিমের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই সাক্ষাৎকার বিষয়টি তুলে ধরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
মুশফিকুর রহিম বলেছেন, ‘কেউ শুধু দেশের মাটিতে অথবা বিদেশের মাটিতে বেশি রান করতে চায় না। আমি প্রতি সিরিজেই দলের জন্য অবদান রাখতে চাই। কিন্তু এটা ঠিক যে বিদেশের মাটিতে রান করাটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। অনেকের মধ্যে এই ধারণা আছে যে, বাংলাদেশের খেলোয়াড়রা শুধু দেশের মাটিতে ভালো করে। আমি চেষ্টা করেছি বিদেশের মাটিতে ভালো করার।’
তিনি আরো বলেন, ‘তামিম, সাকিব, রিয়াদ ভাই ও আমি প্রায়ই আলোচনা করেছি যে, ব্যাটিংয়ে আমাদের নেতৃত্ব দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে আমি ভালো করিনি। আশা করি, পরবর্তীতে আমি ভালো করব। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’