সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে মাশরাফি বাহিনী। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদশ। টাইগারদের দেওয়া ২৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০২ রান। ফলে ৩৭ রানের সহজ জয় পায় বাংলাদেশ।এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সাথে মিলে মিথুন গড়েন শতরানের জুটি। তাদের এ জুটিই পাকিস্তানের বিপক্ষে লড়াই করার ভিত্তি গড়ে দেয়।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৯৯ রান করে ফিরে যান সাজঘরে। ওয়ানডেতে এটি তার ৩০তম হাফ সেঞ্চুরি। ৬০ রান করেন মোহাম্মদ মিথুন।বল হাতে মোস্তাফিজও দুর্দান্ত বোলিং করেছেন। ৪ উইকেট নিয়েছেন তিনি। মিরাজ তো বোলিংয়ে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত। তবুও ম্যাচ শেষে সেরার পুরস্কার উঠলো ৯৯ রান করা মুশফিকের হাতে। ওই ইনিংসটি খেলে যে বাংলাদেশকে সম্পূর্ণ লড়াইয়ে রেখেছিলেন তিনি। সুতরাং ম্যাচ সেরার পুরস্কার তো তার হাতেই ওঠার কথা।