মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ-জিম্বাবুয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে শনিবার থেকে

বাংলাদেশ-জিম্বাবুয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে শনিবার থেকে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। শনিবার থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারগুলোতে। চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের শেষ দুটি ওডিআই’র টিকিট বিক্রি শুরু হবে ২৩ অক্টোবর থেকে।
আর সিলেটে প্রথম টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২ নভেম্বর। ৩-৭ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ঢাকায় ১০ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্টের টিকিট বিক্রি। ১১-১৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মিরপুরে প্রথম ওয়ানডের জন্য পূর্ব গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা। উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০ টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা এবং ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দুটি ওয়ানডের টিকিটের দাম পূর্ব ও পশ্চিম গ্যালারি যথাক্রমে ১০০ ও ১৫০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি ৫০০ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com