সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
ভিশন বাংলা ক্রীড়াঃ সিরিজ নির্ধারণ হয়ে গেছে গত বুধবারই। জিম্বাবুয়ের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাশরাফির চোখ হোয়াইটওয়াশ। গতকাল ম্যাচের আগে সিরিজ জয়ী অধিনায়ক এক প্রশ্নের জবাবে বলেন, সত্যি কথা বলতে আপনি যদি আমাকে দল নির্বাচন করতে বলেন তাহলে রাব্বিকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না। আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান। আবার একই সময়ে ধরেন শান্তও সুযোগের অপেক্ষায় বসে আছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই চাওয়া থাকবে যে শান্তই খেলুক। তবে মাশরাফি এটিও জানান যে তার একার মতের ভিত্তিতে দল ঠিক হবে না। বরং টিম ম্যানেজম্যান্টের সাথে বসে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া কে খেলবেন, কে বসবেন। মাশরাফি বলেন, এখানে আসলে আমি একা বলে কিছু হবে না। সবার সাথে আলোচনার ব্যাপার আছে। তবে রাব্বি আরেকটি সুযোগ পেলে আমি কিছু মনে করবো না, আমার সমস্যা নেই। তিনি আরো বলেন, সাধারণত টপঅর্ডারে ব্যাটিং করে থাকেন সৌম্য। তবে দলের প্রয়োজনে সাত নম্বরে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতেও কোনো আপত্তি থাকে না এ ক্রিকেটারের। সৌম্যের এই তিন এবং সাত- দুই জায়গায় খেলতে পারার গুণটাই কাজে লাগাতে চান মাশরাফি। সৌম্য নিজেকে ফিরে পাওয়ায় খুশি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। সেখানে তিনি জানান সৌম্যের ব্যাপারে নিজের পরিকল্পনার কথা। এদিকে, আগের দুই ম্যাচে ইমরুলের কাছেই হেরেছে সফরকারীরা এটা শিকার করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা। সিরিজের শেষ ম্যাচে জিতে ১-২ ব্যবধানই আজ সফরকারী দলের অধিনায়কের লক্ষ্য। এদিকে, টপঅর্ডার ব্যাটসম্যান তরুণ নাজমুল হোসেন শান্তও সুযোগের দাবিদার সেটি মনে করিয়ে দিতে ভোলেননি মাশরাফি।