মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রানার পিতা টি এম মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সচেতনতা বাড়াতে ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ভিশন বাংলা ক্রীড়াঃ সংযুক্ত আরব আমিরাত সফর যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলেও জয়ের স্বাদ পেল না তারা। রবিবার শেষ টি-টোয়েন্টিতে ৩৩ রানে হেরে হোয়াইটওয়াশ হলো অসিরা।দুবাইয়ে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫০ রান করে পাকিস্তান। অ্যালেক্স ক্যারের ঝড়ে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু ওই পর্যন্তই। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৯.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় অসিরা।

বাবর আজম ও শাহিবজাদা ফারহানের ৯৩ রানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল পাকিস্তান। কিন্তু টানা দুই ওভারে তারা ফিরে গেলে রানের গতি কমে যায়। বাবর ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করেন। আর শাহিবজাদা করেন ৩৮ বলে ৩৯ রান, দুটি চার ও ৩ ছয় ছিল তার ইনিংসে।এর পর পাকিস্তানের সংগ্রহে বলার মতো অবদান রাখেন মোহাম্মদ হাফিজ। ২০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।১৯তম ওভারে দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সফল বোলার ছিলেন মিচেল মার্শ।১৫১ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে ২০ রান তোলেন ক্যারে। কিন্তু তৃতীয় ওভারে তাকে ফিরতে হয় হাফিজের বলে। ৯ বলে ২০ রান করেন এই ওপেনার। আগের ওভারে অ্যারন ফিঞ্চ নেন বিদায়।পরের ব্যাটসম্যানরা পাকিস্তানের স্পিনে অসহায় হয়ে পড়েন। বিশেষ করে অষ্টম ওভারে শাদাব খানের বলে জোড়া উইকেট হারালে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ক্রিস লিন ১৫ রানে পাকিস্তানি স্পিনারের শিকার হন। তারপর বেন ম্যাকডারমট ২১ রানে টানা তৃতীয় ম্যাচে রানআউট হন।শাদাব তার পরের ৩ ওভারে আরও ২ ব্যাটসম্যানকে বিদায় করে অস্ট্রেলিয়ার ফেরার সম্ভাবনা শেষ করে দেন। এর মধ্যে মার্শের (২১) উইকেট ছিল গুরুত্বপূর্ণ।স্পিনারদের দিনে পাকিস্তানের পেসার উসমান খান শেষ দিকে জ্বলে ওঠেন। নিজের শেষ দুটি ওভারে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন।৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শাদাব। সিরিজের সেরা হয়েছেন বাবর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com