বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ! সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% শুল্কের ছোবল, বিপদে বাংলাদেশি রপ্তানি খাত গ্রেপ্তারের ভয়ে গ্রামে পুরুষ নেই, কবর খুঁড়লেন পুলিশ সদস্যরা কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই ট্রাক্টর চালক বউ আনলেন হেলিকপ্টারে মাদকে সয়লাব ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা: নীরব প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী
টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ভিশন বাংলা ক্রীড়াঃ সংযুক্ত আরব আমিরাত সফর যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলেও জয়ের স্বাদ পেল না তারা। রবিবার শেষ টি-টোয়েন্টিতে ৩৩ রানে হেরে হোয়াইটওয়াশ হলো অসিরা।দুবাইয়ে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫০ রান করে পাকিস্তান। অ্যালেক্স ক্যারের ঝড়ে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু ওই পর্যন্তই। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিতে ১৯.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় অসিরা।

বাবর আজম ও শাহিবজাদা ফারহানের ৯৩ রানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল পাকিস্তান। কিন্তু টানা দুই ওভারে তারা ফিরে গেলে রানের গতি কমে যায়। বাবর ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করেন। আর শাহিবজাদা করেন ৩৮ বলে ৩৯ রান, দুটি চার ও ৩ ছয় ছিল তার ইনিংসে।এর পর পাকিস্তানের সংগ্রহে বলার মতো অবদান রাখেন মোহাম্মদ হাফিজ। ২০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।১৯তম ওভারে দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সফল বোলার ছিলেন মিচেল মার্শ।১৫১ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে ২০ রান তোলেন ক্যারে। কিন্তু তৃতীয় ওভারে তাকে ফিরতে হয় হাফিজের বলে। ৯ বলে ২০ রান করেন এই ওপেনার। আগের ওভারে অ্যারন ফিঞ্চ নেন বিদায়।পরের ব্যাটসম্যানরা পাকিস্তানের স্পিনে অসহায় হয়ে পড়েন। বিশেষ করে অষ্টম ওভারে শাদাব খানের বলে জোড়া উইকেট হারালে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ক্রিস লিন ১৫ রানে পাকিস্তানি স্পিনারের শিকার হন। তারপর বেন ম্যাকডারমট ২১ রানে টানা তৃতীয় ম্যাচে রানআউট হন।শাদাব তার পরের ৩ ওভারে আরও ২ ব্যাটসম্যানকে বিদায় করে অস্ট্রেলিয়ার ফেরার সম্ভাবনা শেষ করে দেন। এর মধ্যে মার্শের (২১) উইকেট ছিল গুরুত্বপূর্ণ।স্পিনারদের দিনে পাকিস্তানের পেসার উসমান খান শেষ দিকে জ্বলে ওঠেন। নিজের শেষ দুটি ওভারে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন।৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শাদাব। সিরিজের সেরা হয়েছেন বাবর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com