শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

আগৈলঝাড়ায় হাসপাতালে পরিত্যাক্ত ভবনে মাদকের আঁখড়া দুই মাদকসেবী গ্রেফতার, ২বছরের কারাদন্ড।

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৪০৮

আগৈলঝাড়া প্রতিনিধি‍ঃ বরিশালের আগৈলঝাড়ায় ৫০শয্যার উপজেলা হাসপাতালে চিকিৎসকদের পরিত্যাক্ত আবাসিক ভবন এখন মাদক সেবীদের আঁখড়ায় পরিণত হয়েছে। ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে মাদকের ওই আঁখড়া থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। দুই মাদকসেবীকে দুই বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা ৫০শয্যার হাসপাতালের চিকিৎসকদের পরিত্যাক্ত আবাসিক ভবনের কক্ষগুলো মাদক সেবনের নিরাপদ আঁখড়ায় পরিণত হবার খবরে এসআই মনিরুল ইসলামকে নিয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। অভিযানে মাদকের ওই আঁখড়ার তিন তলার একটি কক্ষ থেকে গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোকসেদ বেপারীর ছেলে বাবুল বেপারী (২৬)কে গ্রেফতার করা হয়। এসময় হাসপাতালের পরিত্যাক্ত ভবনের বিভিন্ন কক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম দেখতে পান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের আদালত আটককৃতদের ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০ ধারায় প্রত্যেককে দুই বছরের কারাদন্ডর রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com