বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ! সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% শুল্কের ছোবল, বিপদে বাংলাদেশি রপ্তানি খাত গ্রেপ্তারের ভয়ে গ্রামে পুরুষ নেই, কবর খুঁড়লেন পুলিশ সদস্যরা কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই ট্রাক্টর চালক বউ আনলেন হেলিকপ্টারে মাদকে সয়লাব ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা: নীরব প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী
এমবাপেই ব্যালন ডি’অর পাবে’; আমি নই : হ্যাজার্ড

এমবাপেই ব্যালন ডি’অর পাবে’; আমি নই : হ্যাজার্ড

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের বছরে কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর পুরস্কার? ফুটবলবিশ্বজুড়ে এই জল্পনাই চলছে এখন। গত এক দশকের মতো মেসি-রোনালদোর মাঝ থেকে কোনো একজন, নাকি নতুন কোনো মুখ এই পুরস্কারের তালিকায় যুক্ত হবেন সেটা নিয়ে চলছে কাঁটাছেড়া। বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড অবশ্য নিজের চেয়ে ব্যালন ডি’অরের দৌঁড়ে এগিয়ে রাখছেন ফরাসি তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপেকে। তার মতে, ১৯ বছর বয়সী তারকাই এবারের পুরস্কারের যোগ্য।

২০০৭ সালে ব্রাজিল তারকা কাকার পর থেকে সমান ৫ বার করে ব্যালন ডি’অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তবে রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল ও আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বাদ পড়ায় এবারের বর্ষসেরার লড়াইয়ে পিছিয়ে গেছেন দুই মহাতারকা। অন্যদিকে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় ও ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ দুটি পুরস্কারই জেতা রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচকে এগিয়ে রাখছেন অনেকেই। কিন্তু চলতি মৌসুমে তার ফর্ম ভালো যাচ্ছে না।

এমন সমীকরণে দাঁড়িয়ে এমবাপেকেই এগিয়ে রাখছেন হ্যাজার্ড। চেলসির এই প্লেমেকার বলেছেন, ‘আমারও যদিও খুব ভালো একটা বছর কেটেছে, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে। ব্যালন ডি’অর আমার প্রাপ্য না। আমি মনে করি, আমার চেয়ে আরও ভালো সব খেলোয়াড় আছে। আমি লুকা মদ্রিচের নাম বলতাম। কিন্তু অগাস্ট বা সেপ্টেম্বর থেকে সে কিছুটা কম ভালো খেলেছে। তাই আমরা যদি এই মৌসুমের শুরুটা বিবেচনায় নেই, আমি বলব কিলিয়ান এমবাপে।’

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৪ গোল করিয়েছেন হ্যাজার্ড। প্রথমবারের মতো বেলজিয়ামকে বিশ্বকাপের সেমি-ফাইনালে তুলতে বড় অবদান রাখা ২৭ বছর বয়সী এই তারকা নিজের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘আমার লক্ষ্য ব্যালন ডি’অর জেতা নয়। লক্ষ্যটা হলো মাঠে যতটা পারি মজা করা। কোনোদিন যদি আমি এটা জিতি তাহলে খুব ভালো হবে; না জিতলও দুঃখ নেই।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com