বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ! সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% শুল্কের ছোবল, বিপদে বাংলাদেশি রপ্তানি খাত গ্রেপ্তারের ভয়ে গ্রামে পুরুষ নেই, কবর খুঁড়লেন পুলিশ সদস্যরা কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই ট্রাক্টর চালক বউ আনলেন হেলিকপ্টারে মাদকে সয়লাব ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা: নীরব প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী
চ্যাম্পিয়নস লিগে রোমাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল

চ্যাম্পিয়নস লিগে রোমাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল

ক্রীড়া ডেস্কঃ রাতের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে সিএসকেএ মস্কো হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদ ও রোমার নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। দুদলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন কে হয়, সেটাই ছিল দেখার। রোমাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে চলে গেছে রিয়াল মাদ্রিদ।রোমার মাঠে মঙ্গলবার রাতে প্রথমার্ধে অবশ্য তেমন সুবিধাই করতে পারেনি রিয়াল। এ অর্ধে উল্টো দাপট দেখিয়েছে রোমা। তাতে রিয়ালের জয়টা এক সময় অসম্ভবই মনে হচ্ছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। ৪৭ মিনিটে প্রতিপক্ষের ভুলে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। রোমার গোলরক্ষকের বাড়ানো বলে ডিফেন্ডার ফেডেরিকো ফাজিওর দুর্বল হেড, ডি বক্সের সামনে ফাঁকায় বল পেয়ে যান বেল। বল জালে পাঠাতে ভুল হয়নি ওয়েলস তারকার।অথচ বিরতির ঠিক আগে এগিয়ে যেতে পারত রোমাই। শিকের ক্রস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন উন্ডার। ওরকম জায়গা থেকে গোল করার চেয়ে মিস করাটাই কঠিন। সেই কঠিন কাজটাই করলেন উন্ডার। অবিশ্বাস্যভাবে বল মারলেন আকাশে।

৫৯ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেন লুকাস ভাসকেজ। বেলের বাড়ানো বল হেড নামিয়েছিলেন করিম বেনজেমা। বল পেয়ে জালে পাঠান ভাসকেজ।এ নিয়ে টানা ১৫তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল গত তিন আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

৫ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রোমা। সিএসকেএ মস্কোর মাঠে ২-১ গোলে জেতা প্লজেন ৪ পয়েন্ট নিয়ে আছে তিনে। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে চারে আছে মস্কো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com