মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০২ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ আকাশছোঁয়া জনপ্রিয়তা নিয়ে গেয়ে যাচ্ছেন জেমস। ব্যস্ত সময়সূচির মধ্যে বিদেশেও যাচ্ছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর গিয়েছেন আমেরিকা।সেখানে তিনি নিউইয়র্ক, টেম্পা, মায়ামী এবং আটলান্টায় মঞ্চে গাইছেন। নগর বাউলের হয়েই সেখানে পারফর্ম করছেন জেমস। তাই চলতি বছর আর দেশে ফিরতে পারছেন না এ শিল্পী।
অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে তিনি দেশে ফিরবেন আগামী বছরের জানুয়ারিতে- এমনটাই জানিয়েছেন নগর বাউল ব্যান্ডের ম্যানেজার রবিন।তবে জানুয়ারিতে দেশে এসে আবারও গানে গানে ব্যস্ত সময় কাটাবেন জেমস। সাম্প্রতিক সময়ে নতুন কোনো গান প্রকাশ না করলেও শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন জেমস।আমেরিকা যাওয়ার আগে সরকারিভাবে আয়োজিত উন্নয়ন কনসার্টে দেশের বিভিন্ন জায়গায় গান গেয়েছেন জনপ্রিয় এ তারকা।