মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ টেস্টে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে নিয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আজ দুপুরে টি-টোয়েন্টির ক্যারিবীয়দের বিপক্ষে নামছে সাকিব আল হাসানের দল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে আজ বেলা সাড়ে ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
টি-টোয়েন্টিতে বরাবরই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। এ ফরম্যাটে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আজ নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে লাল-সবুজের বাংলাদেশ।টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের অতীত সাফল্যের থলে ভরপুর হলেও শেষ ৫ ম্যাচের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে ভরসা পেতে পারে বাংলাদেশের সমর্থকরা। শেষ ৫ টি-টোয়েন্টি ম্যাচের দিকে দেখলে অবশ্য দুই দলকেই সমান অবস্থানে দেখা যাবে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে, একটিতে কোনো ফল আসেনি। তবে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে এই উইন্ডিজকেই ২-১ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। এটা সাকিবদের অনুপ্রেরণা জোগাবে।এর পরও ভয়টা থেকে যাচ্ছে টি-টোয়েন্টির রাজা উইন্ডিজকে নিয়ে। ইতোমধ্যেই সীমিত ওভারের এ দলে ফিরেছেন বিশ্বসেরা ওপেনার এভিন লুইস। এ ছাড়া শেষ দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা সাই হোপকেও খেলানো নিয়ে আশাবাদী উইন্ডিজ। এ ছাড়া শিমরন হেটমায়ের, দিনেশ রামদিন কিংবা অধিনায়ক কার্লোস ব্রাফেট নিজেদের দিনে জ্বলে উঠলে যে কোনো বোলারের জন্যই তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বোলিং বিভাগে কেসরিক উইলিয়ামস, শেলডন কট্রোল কিংবা কিমো পলদের পেস আক্রমণও বেশ সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের।