রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে বড় ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। একইসঙ্গে এই প্রথম কোনো দল হিসেবে মোট চারবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল স্প্যানিশ জায়ান্টরা। এর আগে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে তিনবার করে শিরোপা জিতে রিয়াল।
গতকাল শনিবার রাতে আবু ধাবির শেখ জায়েদ স্পোর্টস সিটিতে ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামে উভয় দলই। কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ১৪ মিনিটের মাখায় লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে দ্বিতীয় গোলটি পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোলটি করেন মার্কোস লরেন্তে।
এরপরে ৭৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। সার্জিওর এই গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আল আইন। যদিও ৮৬ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন শিওতানি। কিন্তু তাতে লাভ হয়নি। বরং যোগ করা অতিরিক্ত সময়ে ইয়াহিয়া নাদেরের আত্মঘাতী গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।