মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধি: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিন। কারণ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দক্ষিন বাংলাসহ সমগ্র দেশের উন্নয়ন কাজ থেমে যাবে। হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ং সম্পূর্ণ। আর জিয়াউর রহমানের মৃত্যুর পরে মিডিয়াতে ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেঞ্জি দেশের জনতাকে দেখালেও সেই জিয়ার পুত্র তারেক এখন ১৬ হাজার কোটি টাকার মালিক। খালেদা নিজেও স্বামীর নামের প্রতিষ্ঠানের টাকা আত্মসাত করে জেল খানায় রয়েছে। বিএনপির জন্মই হয়েছে হত্যা, ক্যু রাজনীতির মাধ্যমে। তাই ওরা একযোগে দেশের ৬৪টি জেলায় সিরিজ বোমা হামলা করেছে। বোমা মেরে হত্যা করেছে ঝালকাঠির দুই বিচারককে। ২০০১ সালে প্রসাসনিক কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে এলাকার সংখ্যালঘুদের রামশীল পাঠিয়েছিল ওরা। প্রতিহিংসার রাজনীতির কারনে ওরা আমার দেয়া গৌরনদীর বার্থীর সুতারবাড়ির নারায়ন চক্রবর্ত্তীর গরু পর্যন্ত চুবিয়ে হত্যা করেছে। ধর্মের নামে মানুষ হত্যা ওদের কাজ। অথচ জামাতের কোন নেতা আজ পর্যন্ত হজ্ব করেনি। ধর্মভীরু মুসুল্লীদের ওরা ধর্মের নামে নিজেদের দলে টেনে জঙ্গি বানায়। ওরা প্রচার করেছিল, আওয়ামীলীগে ভোট দিলে মসজিদে উলুধ্বনি হবে। কোথায় হয়েছে? প্রশ্ন করে তিনি বলেন স্বাধীনতা বিরোধীরা সব সময়ই অপপ্রচারে লিপ্ত। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সন্ধায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন।
বরিশাল-১ আসনে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনার শেষ দিনে বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতীয়া মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও বাগধা ইউপি সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এ্যাডভোকেট দেবদাস সমদ্দার, উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রইচ সেরনিয়াবাত, সচিব আবু সালেহ লিটন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যদিকে রাজিহার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে রাজিহার স্কুল মাঠে ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিমল বালার সভাপতিত্বে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন দলের নেতৃবৃন্দ। একই দিন পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুরুপ এক উঠান বৈঠকে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। একই দিন সন্ধ্যায় সদ্য আওয়ামীলীগে যোগদানকারী ফুল্লশ্রী গ্রামের শামীম ফকিরের নেতৃত্বে বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।