সোমবার, ১২ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা নদী ঘেষা কয়েকটি ইউনিয়ন এবং বন্যা আক্রান্ত ৫টি ইউনিয়নের গরীব, অসহায়, হতদরিদ্র মানুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, নর-নারী ও প্রতিবন্ধী মানুষ এবারের তীব্র কঠিন শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ইতি মধ্যে অনেকে রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু রয়েছে। ডিমলা উপজেলার গয়াবাড়ী, টেপা খড়িবাড়ী, পূর্ব ছাতনাই, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী এসব এলাকার তিস্তা নদী ঘেষা চরাঞ্চলের গরীব অসহায় দরিদ্র মানুষ খেটে খাওয়া মুজুর, সামান্য আয়ের অর্থে দু-বেলা খাদ্য যোগাতে হিমশিম খাচ্ছে তার উপর ছেলে-মেয়ে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের শীত বস্ত্র কেনার অর্থ পাবে কোথা। ইতিপূর্বের বৎসর গুলোতে শীত শুরুর পর পরই সরকারি ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে স্থানীয় ত্রাণ অফিস থেকে কিংবা উপজেলা পর্যায়ের সরকারি ব্যবস্থাপনায় প্রতি ইউনিয়নে শীত বস্ত্র প্রদান করা হত। কিন্তু এ বৎসর এখন পর্যন্ত অত্র উপজেলার শীত বস্ত্র কেন প্রদান করা হচ্ছে না, সাধারণ মানুষ তা জানতে চায়। অবিলম্বে অত্র উপজেলার দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র পাওয়ার কার্যকরী ব্যবস্থা সরকার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।