মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

মাশরাফির অগ্নিঝরা বোলিংয়ে বিশাল জয় রংপুর রাইডার্সের

মাশরাফির অগ্নিঝরা বোলিংয়ে বিশাল জয় রংপুর রাইডার্সের

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের চলতি ৬ষ্ঠ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। কুমিল্লার দেওয়া ৬৪ টার্গেটে ১২ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় রংপুর রাইডার্স। ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মামুলি টার্গেট তাড়া করতে নেমে সতর্ক সূচনা করে রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। তবে দলীয় ১৪ রানে ক্রিস গেইলকে (১) আবু হায়দার রনি প্যাভিলিয়নে ফেরলে দর্শকরা বঞ্চিত হয় তার ব্যাটিং ধামাকা থেকে। এরপর অবশ্য বাকী কাজটুকু সূঁচারু ভাবে সম্পন্ন করে দেন রাইলি রুশো এবং মেহেদী মারুফ। রুশো ২০* এবং মারুফ ৩৬* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২তম ওভারেই জিতে যায় রংপুর। সেই ওভারটি করেন কুমিল্লা অধিনায়ক স্টিভেন স্মিথ।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে পড়ে ১৬.২ ওভারে মাত্র ৬৩ রানে অল-আউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফির বলে ফরহাদ রেজার তালুবন্দি হন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (৪)। ইমরুল কায়েস আজ ২ রান করে সেই মাশরাফির বলেই রবি বোপারারা অসাধারণ এক ক্যাচে পরিণত হন। রংপুর অধিনায়কের তৃতীয় শিকারে পরিণত হন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস (৮)।

শফিউলের বলে এলবিডাব্লিউ হয়ে যান শোয়েব মালিক (০)। এরপর আবারও মাশরাফির ছোবল। অধিনায়ক স্টিভেন স্মিথ রংপুর অধিনায়কের বলে ‘ডাক’ মারলে ১৮ রানে ৫ উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এনামুল হককে (২) তুলে নেন ফরহাদ রেজা। শফিউলের দ্বিতীয় শিকার হন অল-রাউন্ডার সাইফউদ্দিন (৭)।

১৭ বলে সর্বোচ্চ ২৫ রান করা শহিদ আফ্রিদি নাজমুল ইসলামের ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফিরেন। নাজমুলের দ্বিতীয় শিকার মেহেদী হাসান (৬)। মোহাম্মদ শহীদ (৫) নাজমুলের তৃতীয় শিকার হলে ১৬.২ ওভারে মাত্র ৬৩ রানে অল-আউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুর্তজা। ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১৮টি! ৩ উইকেট নেওয়া নাজমুলের অবদানও অস্বীকারের উপায় নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com