শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ বিপিএলের আজকের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ঢাকার মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচের তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে ২ ম্যাচের একটিতে জয় আর একটিতে হার নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে সিলেট। তাদের পয়েন্ট মাত্র ২।
সিলেট সিক্সার্স হার দিয়ে আসর শুরু করলেও শেষ ম্যাচের জয় দলকে বেশ স্বস্তি এনে দিয়েছে। তাই আজও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তারা।
অন্যদিকে ঢাকার ব্যাটসম্যানদের মধ্যে সাকিব আল হাসান, কিরণ পোলার্ড, আন্দ্রে রাসেল সবাই আছেন ছন্দে। তাই একটা জমজমাট ম্যাচ হতে যাচ্ছে একথা বলা যায়।