রবিবার, ০৬ Jul ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

দেড় যুগ পর আবার ‘চুপচাপ কষ্ট’

দেড় যুগ পর আবার ‘চুপচাপ কষ্ট’

বিনোদন ডেস্কঃ ২০০১ সালের ৩০ জানুয়ারি প্রকাশিত আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের সব গানের কথা ও সুর ছিল ইথুন বাবুর। এখন পর্যন্ত বাংলাদেশের অডিও বাজারে সর্বাধিক বিক্রি হওয়া এই অ্যালবাম দিয়ে রাতারাতি তারকা বনে যান আসিফ। ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হওয়া অ্যালবামের প্রতিটি গানই জনপ্রিয়তা পায়। মাঝে প্রায় দেড় যুগ আর একসঙ্গে কাজ করেননি দুজন। ভক্তদের চাওয়া থাকলেও অদৃশ্য কারণে দূরে সরে ছিলেন একে অন্যের থেকে। অবশেষে এবার দূরত্ব ভাঙছে। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে ‘চুপচাপ কষ্ট’ নামের গানটিতে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন আসিফ। চলছে ভিডিও ধারণের প্রস্তুতি। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেতে যাওয়া গানটির ভিডিও পরিচালনা করবেন ইথুন বাবু নিজেই। আসিফের সঙ্গে মডেল থাকবেন এভ্রিল। ক্যামেরায় সেউল বাবু, আর কোরিওগ্রাফিতে হাবিব। ইথুন বাবু বলেন, ‘গান লেখা ও সুর করা আমার পেশা। আসিফের সঙ্গে দীর্ঘদিন কাজ করা হয়নি। তবে ভালোবাসা ছিল দুজনের মধ্যে। আবার কাজ হচ্ছে দুই ভাইয়ের। আশা করছি, আমাদের নতুন গান সবার ভালো লাগবে। গানটির ভিডিও পরিচালনার দায়িত্ব আমার। সেটাও গুরুত্বের সঙ্গে করব।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com