রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ আস্থা লাইফের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে টাঙ্গাইলের কৃতি সন্তান নাবিল প্রতিমা বিসর্জনের সময় ভারতে ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু

সুপ্রিয়া দেবীর মৃত্যুতে টালিপাড়ায় শোকের ছায়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৬০৬
সুপ্রিয়া দেবীর মৃত্যুতে টালিপাড়ায় শোকের ছায়া
সুপ্রিয়া-দেবী-অভিনেত্রী-আরটিভি-অনলাইন-rtvonline

বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই। হৃদ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। বাংলা স্বর্ণযুগের এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে টালিউডের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।

 

সৌমিত্র চট্টোপাধ্যায়

 

‘দীর্ঘ দিনের বন্ধুকে হারালাম, অনেক সিনেমাতে এক সঙ্গে কাজ করেছি। এখন আমি কথা বলার অবস্থায় নেই।’

 

সাবিত্রী চট্টোপাধ্যায়

 

‘ভাবতেই পারছি না। আর কিছু বলার অবস্থায় নেই আমি।’

 

সন্ধ্যা রায়

 

‘খুবই দুঃখের খবর। আমি দিদি বলে ডাকতাম। আত্মীয়ের মতোই সম্পর্ক ছিল আমাদের। খুবই প্রাণবন্ত ব্যবহার ছিল দিদির। আমি মর্মাহত। এ কষ্ট বলে বোঝানো যাবে না। শুধু এটুকু বলতে পারি, কাজ দিয়েই মানুষ ওকে মনে রাখবেন।’

 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

 

‘এই ক্ষতির কোনও পরিমাপ হয় না। আমি তার আত্মার শান্তি কামনা করি।’

 

ঋতুপর্ণা সেনগুপ্ত

 

‘খারাপ খবর দিয়ে দিন শুরু হল। মায়ের মতো ছিলেন। আমার ভালবাসার মানুষ। অনেক সৌভাগ্য আমার যে তার স্নেহ পেয়েছি। অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক আদরের কথা মনে পড়ছে। উনি সকলের কথা ভাবতেন। অনেক বড় মনের মানুষ ছিলেন। যা রেখে গেলেন, যা শিখিয়েছেন তার একটুও করতে পারলে খুশি হব। তার আরও সম্মান পাওয়া উচিত ছিল।’

 

ইন্দ্রাণী হালদার

 

‘ঘুম থেকে উঠে খবরটা পেলাম, শকিং নিউজ। ওর সঙ্গে কোটি কোটি স্মৃতি রয়েছে।’

 

গৌতম ঘোষ

 

‘আমার সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় ছিল তার। সকালে শুনলাম উনি আর নেই। এ তো ভাবতেই পারছি না। বিরাট ক্ষতি হয়ে গেল।’

 

পরমব্রত চট্টোপাধ্যায়

 

‘কী বলব বলুন? একজন অভিভাবককে হারালাম।’

 

নন্দিতা রায়

 

‘বেণুদির রান্নাঘর নামের একটা শো করতাম তার সঙ্গে। আমার মনে হয় ওটা ফার্স্ট কুকারি শো যা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সারাক্ষণই দাদার গল্প করতেন। আজ খবরটা পেয়ে প্রথমেই মনে হল, এ বার দাদার সঙ্গে দেখা হবে।’

 

[১৯৩৫ সালের ৮ জানুয়ারি জন্ম হয় সুপ্রিয়া দেবীর। মাত্র ৭ বছর বয়স থেকেই একটু একটু করে অভিনয় জগতে আসতে শুরু করেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে বাংলা সিনেমা জগতে তার অবদান অনস্বীকার্য।

 

ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’-র নীতা হোক কিংবা ‘দেবদাস’–এর চন্দ্রমুখী, কিংবা ‘দুই পুরুষ’-এর বিমলা কিংবা ‘বন পলাশীর পদাবলী’র পদ্মা, প্রত্যেকটি সিনেমায় তার উপস্থিতি উজ্জ্বল হয়ে রয়েছে বাঙালি দর্শকের কাছে। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলার খ্যাতিমান অভিনেতাদের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দক্ষ অভিনয়, অনবদ্য কৌশল এবং তার মুন্সিয়ানার জন্য ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গ বিভূষণ সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।] সূত্র : আনন্দবাজার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com