শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রের হাতে খালা–খালাতো ভাই খুন চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান মিরপুর বিআরটিতে কোনভাবেই আনসার কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা নওগাঁ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ কুষ্টিয়ায় দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল গ্রেফতার। কাফরুলে শ্রমিক আন্দোলনে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার
প্রকাশ হচ্ছে শাওনের ‘ইলশেগুঁড়ি’

প্রকাশ হচ্ছে শাওনের ‘ইলশেগুঁড়ি’

বিনোদন ডেস্কঃ দেশের বহু প্রতিভাধর বিনোদন তারকা মেহের আফরোজ শাওন। তাকে সাধারণত ভক্তরা অভিনেত্রী হিসেবে বেশি চেনেন। প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের বহু নাটক ও সিনেমায় তাকে দেখা গেছে।

তবে কেউ কেউ আবার শাওনের অসাধারণ গানের গলার খবরও রাখেন। শোনা যায়, শাওনের গান শুনেই তার প্রেমে পড়েছিলেন কিংবদন্তী লেখক ও পরিচালক হুমায়ুন আহমেদ। গত বছর শাওন গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শাওন নিজে নজরুল সংগীত শিল্পী। গান করেন ছোটবেলা থেকে। এসব কথা কমবেশি সবারই জানা আছে। যারা শাওনের গান পছন্দ করেন, তাদের জন্য নতুন খবর হচ্ছে, ২২ এপ্রিল, সোমবার প্রকাশ হতে যাচ্ছে এই শিল্পীর নতুন গান ‘ইলশেগুঁড়ি’।

এ প্রসঙ্গে শাওন বলেন, ‘ইলশেগুঁড়ি’ একটা ঘোর লাগা গান। কেমন যেন মায়া মায়া! বহুদিন পর নিজের জন্য গান করলাম। চলচ্চিত্রের জন্য গান করা হয়েছে মাঝে। ‘ইলশেগুঁড়ি’র ভিডিওর জন্য ৮ বছর পর ক্যামেরার সামনেও দাঁড়ালাম। কিছুটা আড়ষ্ট ছিলাম। প্রথম শটের পরই তা কেটে যায়। পরিচালক আমার ভালো বন্ধু। সে যেমনভাবে বলেছে তাই করে গেছি।’

‘ইলশেগুঁড়ি’ গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল এবং সুর করেছেন কলকাতার তুমুল জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। সোমবার ধ্রুব মিউজিক স্টেশনে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com