শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
‘লাস্ট স্টোরিস’-এ সেই দৃশ্য শুটিংয়ের আগের গল্প বললেন কিয়ারা

‘লাস্ট স্টোরিস’-এ সেই দৃশ্য শুটিংয়ের আগের গল্প বললেন কিয়ারা

বিনোদন ডেস্ক: নির্মাতা-প্রযোজক করণ জোহরের ‘লাস্ট স্টোরিস’-এ আত্মমৈথুনের দৃশ্য করে অন্তর্জাল দুনিয়ায় ঝড় তুলেছিলেন কিয়ারা আদভানি। তার পর থেকেই যেকোনো সাক্ষাৎকারে সেই শুটিংয়ের অভিজ্ঞতা যেন ‘কমন’ প্রশ্ন। বাদ গেল না নেহা ধুপিয়ার শোতেও।

স্বমেহনের দৃশ্যে শুটিং করতে কিয়ারার মোটেই অস্বস্তি হয়নি। চিত্রনাট্যের প্রয়োজনেই শুটিং হয়েছে, এ কথা আগেই জানিয়েছিলেন কিয়ারা। কিন্তু শুটিংয়ের আগে কী প্রস্তুতি নিয়েছিলেন এ লাস্যময়ী?

নেহার শোতে কিয়ারা বলেন, “কী কী করতে হবে, করণ (জোহর) আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। শুটিংয়ের সময় খুব ছোট ইউনিট ছিল। কিন্তু আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে গুগলে সার্চ করেছিলাম, কীভাবে ভাইব্রেটর ব্যবহার করা হয়। করণ বলেছিলেন, সিরিয়ালসি শট দিতে। যাতে এক্সপ্রেশনে মনে হয়, আসলে আমি ভাইব্রেটর ব্যবহার করছি। পুরোটা আত্মস্থ করতে ‘দ্য আগলি ট্রুথ’-এর মতো একাধিক সিনেমাও দেখেছি।”

জয়া আখতার, করণ জোহর, অনুরাগ কাশ্যপ ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ‘লাস্ট স্টোরিজ’। এর মধ্যে করণের গল্পটিতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি স্বামীর সঙ্গে যৌনমিলনে অখুশি। তাই স্বমেহনের মাধ্যমে নিজের যৌনচাহিদা মেটান। কিয়ারার সেই দৃশ্য নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়েছিল।

আগামী ২১ জুন মুক্তি পাচ্ছে কিয়ারা আদভানির নতুন সিনেমা ‘কবির সিং’। এতে তিনি জুটি বেঁধেছেন শহিদ কাপুরের সঙ্গে। প্রথমবার শহিদের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করলেন তিনি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com