সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মশা নিধনের ওষুধে মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে সদর হাসপাতালে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলে এ ঘটনা ঘটে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক সূত্রে জানা যায়, দুপুরে স্কুলে ক্লাস চলছিল। এ সময় স্কুলে পৌরসভার পক্ষ থেকে মাশার ওষুধ স্প্রে করা হয়। এর কিছু পর দু’জন ছাত্র শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের এ অবস্থা দেখে আরো নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
আহতরা ছাত্রীরা হলো, এমি, সানন্দ দত্ত, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, রিয়া দত্ত, তনিমা জান্নাত, প্রজ্ঞা চৌধুরী, সৈয়দা ফাহিমা, সৈয়দা লাবিবা আহমদ।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রত্ম দ্বিপ বিশ্বাস বলেন, কারো আগে থেকে শ্বাসকষ্ট থাকলে এরকম সমস্যা হতে পারে। ১১ শিক্ষার্থীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, স্প্রে করার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আমরা অ্যাম্বেুলেন্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকরা হাসপাতালে ভীড় জমান।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যাই। আগামীতে স্কুল ছুটির পর স্কুলের ক্যাম্পাসে মশক নিধনের স্প্রে দেওয়া হবে।