সোমবার, ০৭ Jul ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

ভালবাসা দিবসে কণ্ঠ শিল্পী নিপার একক গান আসছে ‘প্রেম জ্বালা’

ভালবাসা দিবসে কণ্ঠ শিল্পী নিপার একক গান আসছে ‘প্রেম জ্বালা’

আবুল বাশার পলাশ: এবার ১৪ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ২০২০ রঙধনু মিউজিক চ্যানেলের ব্যানারে নতুন একটি গান নিয়ে সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার ভক্ত শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন। তিনি দ্বিতীয় বারের মতো একক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের কথা লিখেছেন মো.তকবির হুসাইন। গানের সুর সঙ্গীত করেছেন বর্তমান প্রজন্মের তরুণ জনপ্রিয় সংগীত পরিচালক আলামিন খান। গানের শিরোনাম হচ্ছে ‘প্রেম জ্বালা’।

এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তৌফিক। নতুন গান প্রসঙ্গে মাহমুদা ইয়াসমিন নিপা বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে। আমাকে নতুনভাবে আমার ভক্ত ও দর্শক শ্রোতা দেখতে পাবেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার সকল দর্শক-শ্রোতাদের এই গানটি ভালো লাগবে। ’রঙধনু মিউজিক চ্যানেল জানায়, বিশ্ব ভালোবাসা দিবসে গানটি তাদের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে। এদিকে মাহমুদা ইয়াসমিন নিপা এখন ঢাকা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু গান নিয়েই যে নিপা ব্যস্ত রয়েছেন এমনটি নয়। গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশুনা নিয়েও। তিনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স করছেন। সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার এই “প্রেম জ্বালা” গানটি শোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com