বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: ১৫ দিন পর পর গোসল করেন মডেল ও অভিনেতা “শিশির আহমেদ” । হা এমনই দেখা যাচ্ছে ইদানিং তাকে । বহু পুরানো এক পান্জাবি পরে ঘুড়ে বেড়ান আর গাছের নিচে বসে কবিতা লেখেন, কবিতার ভাষা যাই হোক নিজেকে সে কবি মনে করেন । সে কোনো অপচয় পছন্দ করেন না তাই সে ১৫ দিন পরে গোসল করেন যেন পানি কম খরচ হয় । এভাবেই দেখা যাবে গোড়ায় গলদ নাটকে শিশির আহমেদকে জানান নাটকের পরিচালক সোহেল রানা । তিনি আরো বলেন গ্রাম্য পরিবেশে অসাধারন এক নাটক যা দর্শক ভিন্নতা খুজে পাবেন । নাটকটির রচিয়তা জাহিদ বাবুল, পরিবেশনায় আছেন ডুয়েট ডট কমিউনিকেশন এবং নির্বাহি প্রযোজক ইমদাদুল হক মিলন । ধারাবাহিক গোড়ায় গলদ নাটকটি খুব শিঘ্রই দেখা যাবে এস এ টেলিভিশন ও ডুয়েট ডট কমিউনিকেশনের ইউটি্উব চ্যানেল এ ।