বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: চট্রগ্রামের মেয়ে রাফা নানজিবা তোরসা ২০১৯ মিসওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হন এবং তিনি দু দুবার জাতীয় পুরস্কার অর্জন করেন নৃত্যে , তিনি সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত | মিডিয়াতে তোরসা নামেই পরিচিত | বিজ্ঞাপনে কাজ করলেও এর আগে নাটকে কাজ করা হয়নি তোরসার | ফরিদ উদ্দিন মোহাম্মদ এর পরিচালনায় চ্যানেল নাইনের জন্য নির্মিত ঈদের বিশেষ টেলিফিল্ম “স্বপ্ন তোমার জন্য” তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তোরসা | এই টেলিফিল্মের মাধ্যমে তোরসা নাটকে অভিনয়ের অভিষেক করলেন |
উত্তরা অবস্থিত শুটিং হাউজ নোঙ্গর ২ তে শুটিং চলছে টেলিফিল্মেটির | তোরসা বলেন টেলিফিল্ম এর গল্পটি খুব ভালো তাই রাজি হয়ে গেলাম টেলিফিল্মটির কাজ করার জন্য | এই টেলিফিল্ম۔۔ এ আরো অভিনয় করেছেন মুকিত জাকারিয়া , হাবিব সুজন , আরশ ও রেশমি | ডুয়েট ডট কমিউনিকেশনের ব্যানারে নির্মিত টেলিফিল্মটি প্রচারিত হবে ঈদের ৫ম দিন দুপুর একটায় |