শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবসে শোভাযাত্রা

শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবসে শোভাযাত্রা

‘পঙ্গুত্ব থেকে বাঁচতে, পায়ের যত্ন নিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’- এ স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার মধ্য দিয়ে শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত  হয়েছে।

এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা  শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহরের লহিড়ি কাচারিসংলগ্ন শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, ডা. মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠাণ্ডু প্রমুখ।

এদিন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

শেরপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘নিয়মিত যে হারে ডায়াবেটিসের নতুন রোগী পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে ডায়াবেটিস এখন মহামারির আকার ধারণ করেছে। কায়িক পরিশ্রম কমে যাওয়া, ফাস্টফুড, জাঙ্কফুড, চর্বি জাতীয় খাবার বেশি করে খাওয়া, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

নিয়মিত হাঁটাচলা, খাদ্যাভাসের পরিবর্তন এবং স্বাস্থ্যবিধি মেনে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে অন্যান্য রোগের ঝুঁকিও কমানো যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com