সোমবার, ১৯ মে ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম।ওয়েব সিরিজটি দেখে নির্মাতা আশফাক নিপুণ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।
আশফাক নিপুণকে প্রসেনজিৎ বলেছেন, মহানগর-এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। মহানগর-এর গল্প বলার ধরনে, প্রতিটি অভিনেতার পারফরম্যান্সে তিনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে বুম্বাদার মুগ্ধতা ছিলো বেশি।সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ জানিয়েছেন, মহানগর সিরিজটা দেখে আমি অভিভূত। অসম্ভব ভালো লেগেছে। তাই নিপুণের ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করেছিলাম। এর প্রতিটা দৃশ্য আমাকে ছুঁয়ে গেছে। প্রত্যেকের অভিনয় খুব ভাল লেগেছে, বিশেষ করে মোশাররফ করিম। তার অভিনয় আগেও দেখেছি। এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এইরকম একজন অভিনেতা আছেন, এটা ভেবেও আমি গর্বিত।তিনি আরও বলেছেন, পুরো টিমকে আমার শুভেচ্ছা। আশা করবো বড় পর্দায় জন্য খুব শিগগিরই সিনেমা বানাবেন নিপুণ।বুম্বাদার ফোন পেয়ে আশফাক নিপুণও গর্বিত। এক ফেসবুক পোস্টে বুম্বাদাকে ধন্যবাদ জানিয়ে নিপুণ বলেছেন, হৃদয় থেকে গল্প বলার সাহস বেড়ে গেল। নতুন প্রতিভাকে বুকে জড়িয়ে ধরার মতো ভালবাসা একজন বড় শিল্পীরই থাকে। প্রসেনজিৎ তেমনই একজন শিল্পী।