বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: এবার বড় পর্দায় মুক্তি পেল ‘কসাই’ সিনেমা । ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও ধানমন্ডির সীমান্ত সম্ভার শাখায় ছবিটি দেখা যাচ্ছে। দর্শকের সাথে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করেন শিশু শিল্পী দিশামনি। কসাই মুভিতে একটি গুরুতপুর্ন চরিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। দিশা মনি নাটক, সিনেমা বিজ্ঞাপনে কাজ করে আসছে বাট বড়পর্দায় এটা তার প্রথম কাজ। নিজেকে বড় পর্দায় দেখতে পেরে সে খুব উচ্ছাসিত। তাঁর অভিনীত সিনেমা ঈদে তিনটি মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছে এতে নেক উচ্ছ্বসিত দিশা ।
কসাই সিনেমা দুটি স্ক্রিনে প্রতিদিন তিনটি করে মোট ছয়টি শো চলছে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিন চ্যানেল আইতে টিভি প্রিমিয়ার হবে ছবিটির। এছাড়া দিশামনি গতবছর টানা 25 দিন লঞ্চে থেকে এডভান্সার অব সুন্দরবন সিনেমার কাজ শেষ করেছে ছবিটি মুক্তির অপেক্ষায়, কাজের ছেলে, পাপনামা মুক্তির অপেক্ষায়। বর্তমানে তপু খানের লিডার আমিই বাংলাদেশ সিনেমাতে শাকিব খানের সাথে সুটিং শেষ করেছে ঈদের পর বাকী সুটিং এর কাজ করবে।