সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
ডিমলায় লাগামহীন বাজারে দিশেহারা সাধারণ মানুষ

ডিমলায় লাগামহীন বাজারে দিশেহারা সাধারণ মানুষ

Exif_JPEG_420

মোঃ মাসুদ রানা, ডিমলা নীলফামারী (প্রতিনিধি)ঃ
সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে  ভোজ্য তেল, মুরগি, ডিম, পেঁয়াজ ও সবজি সহ সকল পণ্যের দাম। এমন অস্থিতিশীল বাজার পরিস্থিতি নিয়ে দিশেহারা ডিমলার  সাধারণ মানুষ।  ডিমলার বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র চোখে পড়ে। বাজারে দাম বেড়েছে সবজির। প্রতি কেজিতে বেড়েছে ০৫ থেকে ২০ টাকা।

এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০টাকা,  ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, পাতা কপি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৩০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, মুলা ৪০ টাকা, পেঁপের কেজি ২০ টাকা, বটবটির কেজি ১১০ টাকা ও মটরশুটির কেজি ৯০ টাকা। বাজারে আলুর ও দাম বেড়েছে।

আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। দাম বেড়েছে পেঁয়াজের। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি। গতসপ্তাহে পেঁয়াজের কেজি বিক্রি হয়ে ছিল ৪০ থেকে ৫০ টাকা কেজি।

বাজারে রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা,আদার কেজি ৮০ -১০০ টাকা,কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা,পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা,লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা।

আগের দামেই বিক্রি হচ্ছে ডাল প্রতি  কেজি বিক্রি হচ্ছে  ৯০ থেকে ১২০ টাকা।

এসব বাজারে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

বাজারে বেড়েছে ডিমের দাম। বয়লার মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। হাঁসের ডিমের ডজন বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকা।

ডিমলা  বাজারের ডিম  ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বলেন, ডিমের উৎপাদন ও আমদানি কম থাকায় দাম বেড়েছে। ডিমের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কম হচ্ছে।  বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস । কেজি প্রতি ৫৫০ থেকে ৬০০ টাকা।

বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৪৫টাকা কেজি। বেড়েছে লেয়ার মুরগির দাম। কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি।

মুরগি বিক্রেতা মোস্তফা বলেন, উৎপাদন কম থাকায় মুরগির দাম বেড়েছে। খামারিরা বলছেন, মুরগির খাদ্যের দাম কেজিতে ৫-৭ টাকা করে বেড়েছে বলেই মুরগির দাম বাড়তি। দাম আরও বাড়ার সম্ভাবনা আছে।

কাঠমিস্ত্রী মোঃ তহিনুর ইসলাম বলেন, আমি দৈনিক মজুরি বাবদ ৩০০-৩৫০ টাকা আয় করি। পরিবারে সদস্য ৬ জন। যা আয় করি তা দিয়ে বর্তমানে সবজি ও তেল কিনতে শেষ, চাল কিনবো কিভাবে অতি কষ্টে দিনাতিপাত করছি।

ইয়ংলাইট এসসিএস লিঃ এর পরিচালক মোঃ বাদশা সেকেন্দার(ভুট্টু)বলেন,সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পন্য বিক্রি করছে  সুযোগসন্ধানী কিছু  অসাধু ব্যাবসায়ী। এজন্য প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে অভিযান পরিচালনা করা জরুরি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com